মেয়ে থেকে ছেলে, অতঃপর মৃত্যু

নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গুচ্ছগ্রামে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া শিশুটি মারা গেছে। গতকাল শুক্রবার ৪টার দিকে শিশুটি মারা যায়।
গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক জানান, ধোবাডাঙ্গা গুচ্ছ গ্রামের দিনমজুর শুকুর আলীর স্ত্রী মনোসপতি খাতুন ৩৫ দিন আগে একটি মেয়েসন্তানের জন্ম দেন। জন্মের ৩০ দিন পর গত রোববার শিশুটি ছেলেসন্তানে রূপান্তরিত হয়। গতকাল আকস্মিকভাবে শিশুটি মারা গেছে।
এনামুল হক আরো জানান, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের খবরে গোটা গ্রামে হৈ চৈ পড়ে যায়। শিশুটিকে একনজর দেখার জন্য আশপাশের গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু গুচ্ছগ্রামে ভিড় জমায়।