পৌর নির্বাচন : বান্দরবান বিএনপির দুই পক্ষের আপস

পৌরসভা নির্বাচন উপলক্ষে বান্দরবানে বিএনপির দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কেন্দ্রের হস্তক্ষেপে আপস করেছেন জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী।
আজ শনিবার বিকেলে শহরের বালাঘাটায় নির্বাচনী অফিস উদ্বোধনের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচারে মাঠে নেমেছেন রাজপুত্র সাচিং প্রু জেরীসহ তাঁর পক্ষের বিএনপির নেতাকর্মীরাও। এ সময় প্রচারে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহাবুবুর রহমান শামীম।
নির্বাচনী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজাসহ সংগঠনের সিনিয়র নেতারা।
জেলা বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন, অস্থায়ী কার্যালয়ে বৈঠকের মাধ্যমে বিএনপির দুই পক্ষের সমঝোতা করিয়ে দিয়েছে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। ভুল বোঝাবুঝি এবং মান-অভিমান বাদ দিয়ে দলীয় প্রতীক ধানের শীষ প্রার্থীর জয়ের জন্য একসঙ্গে কাজ করতে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচনী অফিস উদ্বোধনে দুই পক্ষের নেতাকর্মীরাই উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে বিএনপির প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা (ধানের শীষ) প্রচার-প্রচারণা চালিয়েছেন বালাঘাটা বাজারসহ নিকটবর্তী এলাকাগুলোতে। সঙ্গে ছিলেন ১ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী খুরশিদা আক্তার।