কুষ্টিয়ায় সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী’ ও জাসদের প্রার্থী

পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুষ্টিয়া পৌরসভার বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী বশিরুল আলম চাঁদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে এ পৌরসভা থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মেয়র পদপ্রার্থী গোলাম মহসিন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুজিব উল ফেরদৌস আজ বুধবার বিকেল ৫টার পর এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ায় মোট পাঁচটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী শামীম রেজা ও একই পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ডাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আর খোকসা পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আনিসুজ্জামান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এ ছাড়া কয়েকজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এখন পাঁচ পৌরসভায় মেয়র পদে ২০ জন লড়াই করবেন। এর মধ্যে কুষ্টিয়া পৌরসভায় দুজন, ভেড়ামারায় তিনজন, মিরপুরে ছয়জন, কুমারখালীতে পাঁচজন এবং খোকসায় চারজন।
এ ছাড়ায় পাঁচ পৌরসভায় মোট ২৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আজ নয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়বেন মোট ৭৬ জন।