বিদ্রোহী প্রার্থী হওয়ায় যশোরে বিএনপি নেতাকে বহিষ্কার

দলীয় মনোনয়ন না পেয়ে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীকে দলের সাধারণ সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগের পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন আবু তাহের সিদ্দিকী। তাঁর অনেক কর্মকাণ্ডেই দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তাঁকে শোকজও করা হয়েছিল। কিন্তু তিনি শেষপর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় দলের সাধারণ সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি দলের শীর্ষ পর্যায়কে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান সাবু।