চুয়াডাঙ্গায় বাউল খুনে আরো দুজন আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকায় বাউল হত্যাকাণ্ডের ঘটনায় আরো দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আজ সোমবার সকাল ৭টার দিকে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে গতকাল রোববার মুক্তার হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাউল জাকারিয়া হত্যার ঘটনায় আনারুল ও রানা নামের দুজনকে জনগণ পুলিশের হাতে তুলে দিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
গত ১০ ডিসেম্বর রাতে জাকারিয়া বাড়ি থেকে স্থানীয় ফকিরবাগানে বাউল উৎসবে যাওয়ার পথে খুন হন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই কিবরিয়া বাদী হয়ে সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো সাত-আটজনকে আসামি করে মামলা করেন।
এর আগে গত রোববার জেলা বাউলকল্যাণ সংস্থা জাকারিয়া খুনের আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।