যশোরে বাস উল্টে খাদে, নিহত দুই

যশোরের মালঞ্চিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ওয়াহেদ আলী ও আয়ুব আলী। এদের মধ্যে ওয়াহেদ আলীর বাড়ি সদর উপজেলার মালঞ্চিতে এবং আয়ুব আলীর বাড়ি তেঘরিয়া নতুন হাট এলাকায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, আজ সকালে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকার একটি স্পিড বেকারের কাছে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওয়াহেদ আলী মারা যান।
ওসি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আয়ুব আলী নামের আরো এক ব্যক্তি মারা যান। এ ছাড়া আহত দুজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তিদের লাশ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।