গোপালগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল বাস, বসতবাড়ি

গোপালগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে আজ মঙ্গলবার পুড়ে যায় একটি বাস ও একটি বসতবাড়ি। দুর্বৃত্তদের আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাস ও বসতবাড়ি পুড়ে গেছে। আজ মঙ্গলবার উপজেলার ভাটিয়াপাড়া ও বকুলতলা এলাকায় ঘটনা দুটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের সাগর মুন্সীর কাছে জনৈক আকাশ নামে এক ব্যক্তি ফোনে চাঁদা চায়। কিন্তু কাঙ্ক্ষিত টাকা না পেয়ে আজ মঙ্গলবার ভোররাতে বাড়ির সামনে রাখা বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
ওসি আরো জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের বকুলতলা এলাকায় মাকে চাপ দিয়েও জমি নিজের নামে না পেয়ে নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেন মিরাজ সরদার (৩৫)। তাঁর ধারণা, তাঁর বাবা-মা বড় ভাই হামিম সরদারকে জমি লিখে দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।