তোপধ্বনির সময় বিস্ফোরণ, আনসার সদস্যসহ আহত ২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিজয় দিবসের তোপধ্বনির সময় পটকা বিস্ফোরণে আনসার সদস্যসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পটকা ফাটিয়ে ৩১ বার তোপধ্বনি করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কালীগঞ্জ থানায় কর্মরত আনসার সদস্য মো. মুক্তার হোসেন মুক্তি (৩০) ও স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি কালাম হোসেন (৩২)।
প্রত্যক্ষর্শীরা জানায়, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তাড়াহুড়া করে বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনির সময় পটকা বিস্ফোরিত হয়। এতে দুজন আহত হয়। আহত আনসার সদস্য মুক্তির বাঁ-হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. হাফিজুর রহমান এনটিভি অনলাইনকে জানান, রাত ১টার পর আহত অবস্থায় মুক্তার হোসেন ও কালাম হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এঁদের মধ্যে আনসার সদস্য মুক্তির অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, তোপধ্বনির সময় পটকা বিস্ফোরণে দুজন সামান্য আহত হয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।