লামায় গ্রামীণফোনের মালবাহী ট্রাক খাদে, নিহত ৭

বান্দরবানের লামা উপজেলায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মালবাহী ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছয় মাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণফোনের মালবোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। তাঁরা হলেন মো. আকতার (৫৫), আমজাদ হোসেন (৪৫), মোহাম্মদ রবিন (৩২) ও রাজীব (৪০)। তাঁদের সবার বাড়ি পাবনা জেলায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়। এখানে আরো তিন শ্রমিক নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত সাতজনের মধ্যে কয়েক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
লামা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল জানান, মালবোঝাই ট্রাক খাদে পড়ে চারজন এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাত শ্রমিক মালুমঘাট হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রশিদুজ্জামান জানান, সকালে ঘন কুয়াশার কারণে পাহাড়ের আঁকাবাঁকা সড়ক বুঝতে না পেরে গ্রামীণফোনের টাওয়ার নির্মাণের সরঞ্জাম নিয়ে মালবোঝাই ট্রাকটি ইয়াংছায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি চকরিয়া থেকে লামা উপজেলায় আসছিল।