ইবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগে নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মীদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাইদুর রহমান বাবু, সাগর, আতাউর রহমান, নোমান, হালিম। তাঁদের মধ্যে সাইদুর রহমান বাবু পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পরিসংখ্যান বিভাগের নিয়োগ স্থগিত করার আবেদন জানাতে বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যের কাছে যান। তিনি বের হয়ে এলে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মিজু আহমেদ তাঁর পক্ষের কয়েকজন ছাত্র নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে চাকরির দাবিতে উপাচার্যের অফিসের সামনে হৈ চৈ শুরু করেন। এ সময় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা চলছে।