চৌগাছায় সাত প্রার্থীর জরিমানা

যশোরের চৌগাছা পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার মেয়র পদপ্রার্থী ও তিন কাউন্সিলর পদপ্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রচারের গাড়িতে দুটি করে মাইক ও রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগে আজ রোববার এসব জরিমানা করা হয়।
চৌগাছা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সুষমা সুলতানা জানান, বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী সেলিম রেজা আউলিয়া, আওয়ামী লীগের নূর উদ্দিন আল মামুন হিমেল, স্বতন্ত্র এস এম সাইফুর রহমান বাবুল ও কামাল আহমেদ প্রত্যেককে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তিনজন কাউন্সিলর পদপ্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।