তারাবতে বিএনপির প্রচারে হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিএনপির প্রচারের সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন।
আজ রোববার বিকেল ৪টায় তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গন্ধবপুর এলাকায় বিএনপি নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রার্থী ও তাঁর কর্মীদের আহত করে। হামলাকারীরা নির্বাচনী প্রচারে ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কয়েকজন কর্মীও আহত হন।
মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে প্রচার চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হাসিনা গাজীর পক্ষে স্লোগান দিতে দিতে ৫০-৬০ জন যুবক লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ হামলায় কয়েকজন প্রবীণ কর্মীসহ প্রায় ৭০ জন আহত হন বলে তিনি দাবি করেন।
নাসির দাবি করেন, হামলাকারীরা তাঁর সাতটি গাড়ি ভাঙচুর করে একটি হ্যান্ডমাইক নিয়ে যায়।
হামলার ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা গাজী কোনো বক্তব্য দিতে রাজি হননি।