রাজবাড়ীতে আ. লীগের মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণা

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মহম্মদ আলী চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে অসামঞ্জস্য পৌর কর প্রত্যাহার, নাগরিক সুবিধা বাড়ানো, বিনোদন পার্ক স্থাপনসহ ২৮টি উন্নয়নমূলক কাজের প্রতিশ্র“তি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পানির লাইন স্থাপন, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে নর্দমা নির্মাণসহ পৌর এলাকাকে মাদকমুক্ত করা।
মহম্মদ আলী চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে রাজবাড়ী পৌরসভা হবে সবার প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আবদুস সোবহান, আবদুস সাত্তার, কাজী ইরাদত আলী, অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, অ্যাডভোকেট আবদুল মান্নান, অ্যাডভোকেট শফিকুল আযম মামুন, অশোক বাগচী, অ্যাডভোকেট উজীর আলী, শফিকুল ইসলাম শফি, নুরে আলম সিদ্দিকী হক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশঙ্কর ঝন্টু, জেলা জাসদের সভাপতি আহমেদ নিজাম মন্টুসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।