শ্রীপুর পৌরসভায় আ.লীগের প্রার্থীকে ফের শোকজ

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনিছুর রহমানকে আবারো কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার তাঁকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।
এর আগে গত শুক্রবারও একই অভিযোগে আনিছুর রহমান ও বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মো. শহিদুল্লাহ শহীদকে শোকজ নোটিশ দিয়েছিলেন রিটার্নিং অফিসার। এ ছাড়া গতকাল বিকেলে একই অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেক ও ফিরোজ আহমদকেও শোকজ করা হয়।
নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমান শ্রীপুর পৌর শহরে তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করেন। এ সময় পৌর শহরে যানজট সৃষ্টি হয়, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ জন্য ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আনিছুর রহমানের নির্বাচন সমন্বয়কারী মাহতাব উদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনী কোনো মিছিল হয়নি। প্রার্থী নির্বাচনী লিফলেট বিতরণের সময় সমর্থকরা তাঁর কাছে এসেছিল। এ সময় জনসাধারণ ও যানবাহন চলাচলের যথেষ্ট জায়গা ছিল।
এ ছাড়া শনিবার রাত ৮টার পর ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাইকিং, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় নির্বাচনী পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেককে (ডালিম প্রতীক) এবং রোববার বিকেলে মাওনা-চৌরাস্তা এলাকায় মিছিল করার অভিযোগে একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফিরোজ আহমদকে (উটপাখি প্রতীক) ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।