নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে যুবলীগ নেতার কারাদণ্ড

নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে নাটোরের গোপালপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলামকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানিয়েছেন, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নির্বাচনে অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের বাধা, হুমকি-ধমকি, মারপিট করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগে আজ দুপুরে গোপালপুর রেলগেট এলাকা থেকে যুবলীগ নেতা জাহারুলকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম জাহারুলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে জরিমানার টাকা দিয়ে মুক্তি পান তিনি।