তারাবতে ভোটারদের কর্মসংস্থানের আশ্বাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নির্বাচনে আজ মঙ্গলবার সকালে গণসংযোগ করেন বিএনপির মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী এলাকার বেকারদের কর্মসংস্থানের আশ্বাস দিচ্ছেন। আজ মঙ্গলবার সকালে ভোটের জন্য গণসংযোগে নেমে বেকারদের উদ্দেশে এমন আশ্বাস দেন তাঁরা।
আওয়ামী লীগের প্রার্থী হাসিনা গাজী বলেন, ‘এ এলাকায় আমাদের একাধিক শিল্পকারখানা আছে। প্রয়োজনে আরো কারখানা স্থাপন করে বেকারদের কাজ দেব। পাশাপাশি এলাকার মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এই মাদক সমস্যা নির্মূলে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।’
অন্যদিকে বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিনও বলছেন, নির্বাচিত হলে তিনি পৌরসভার উন্নয়নসহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের সহযোগিতা চান তিনি।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন।