কেন্দুয়ায় আ.লীগ নেতাকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কেন্দুয়া পৌরসভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আসাদুল হক ভূঁইয়ার সমর্থক।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে আসাদুল হক ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল মিছিলকালে উপজেলার চিরাং মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরী। এ সময় আসাদুল হক ভূঁইয়াকে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলারও নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।