কুষ্টিয়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কুষ্টিয়ায় সোমবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি
কুষ্টিয়ায় শীতার্তদের মধ্যে জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের মজমপুর শাখায় দেড় হাজার অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ব্যাংকের পরিচালক এ বি এম কামরুল ইসলাম।
অন্যদিকে, গভীর রাতে কুষ্টিয়ার কোর্ট স্টেশন, বড় স্টেশন ও পার্শ্ববর্তী এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকশ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।