রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতকর্মী আহত

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে নগরীর কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, মহানগরীতে নাশকতা সৃষ্টির সাত মামলার আসামি জামায়াতকর্মী নুরুল ইসলামকে গতকাল শুক্রবার নামাজের পর নিজ এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাঁকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে আজ ভোর সাড়ে ৪টার দিকে মতিহার থানা পুলিশ তাঁকে নিয়ে কাপাশিয়া এলাকায় যায়।
ওসির দাবি, সেখানে যাওয়ার পর নুরুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশে তাঁর সঙ্গীরা পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের সাথে জামায়াত-শিবিরের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সুযোগে নুরুল ইসলাম পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তিনি বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধি হন। ঘটনার পর আহত নুরুল ইসলামকে চিকিৎসার জন্য পুলিশি পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।