জলাশয়ে পড়ে হাতিশাবকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা এলাকায় একটি জলাশয়ে পড়ে আজ মঙ্গলবার ভোররাতে একটি বন্য হাতিশাবকের মৃত্যু হয়। এরপর শাবককে টেনে তীরে নিয়ে আসে মা হাতিসহ অন্যরা। আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি : এনটিভি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় অধ্যুষিত ভারতীয় সীমান্তঘেঁষা তাওয়াকুচা এলাকায় আজ মঙ্গলবার ভোররাতে একটি বন্য হাতিশাবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, বন্য হাতির একটি দল তাওয়াকুচা সীমান্তে মল্লিকের মৎস্য খামারের কাছ দিয়ে যাওয়ার সময় একটি হাতির শাবক জলাশয়ের গভীর পানিতে পড়ে মারা যায়। এরপর মা হাতিসহ অন্য হাতিরা শাবককে জলাশয় থেকে টেনে তীরে নিয়ে আসে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৃত হাতিশাবকটিকে মা হাতিসহ বন্য হাতির দল পাহারা দিচ্ছিল। হাতির দল সেখানে অবস্থান করায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে শেরপুরের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।