রাজবাড়ীতে জনতার মুখোমুখি তিন মেয়র পদপ্রার্থী

চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পৌরসভা-এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জনতার মুখোমুখি’। গতকাল সোমবার বিকেলে জেলার আযাদী ময়দানে তিন মেয়র পদপ্রার্থী জনতার মুখোমুখি হন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মহম্মদ আলী চৌধুরী, বিএনপির মেয়র পদপ্রার্থী অর্ণব নেওয়াজ মাহমুদ ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী শুকুর চৌধুরী জনতার মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় রাজবাড়ী পৌরসভায় নির্বাচিত হতে পারলে কী কী উন্নয়নমূলক কাজ করবেন সে বিষয়ে তাঁরা তাঁদের পরিকল্পনার কথা ভোটারদের সামনে তুলে ধরেন এবং নির্বাচনী ইশতেহার পাঠ করেন।
এর আগে রাজবাড়ী সনাকের সভাপতি অধ্যাপক কেরামত আলী এবং সদস্য অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন, সবাইকে আচরণবিধি মেনে চলা, দায়িত্ব পালন বিষয়ে মেয়র পদপ্রার্থীদের এবং সাধারণ ভোটারদের পৃথক পৃথক শপথবাক্য পাঠ করান।