আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঘের দখল ও মারধরের অভিযোগ

মংলায় একটি চিংড়িঘেরে হামলা ও লুটপাট করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবুলের লোকজনের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, মংলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা গ্রামের হেমায়েত শেখ (৪৮) তাঁর পৈতৃক ও কেনা প্রায় সাড়ে আট বিঘা জমিতে চিংড়ি চাষ করার জন্য জমিতে বেশ কিছুদিন আগে বেড়িবাঁধ নির্মাণ করেন। এরপর তিনি ওই ঘেরে চিংড়ি চাষ শুরু করেন। একপর্যায়ে হেমায়েত শেখের ওই চিংড়িঘেরের ওপর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুলের আগ্রহ দেখা দেয়। ঘেরটি দখলে নেওয়ার জন্য বাবুলের নির্দেশে তাঁর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মঙ্গলবার সকালে ওই ঘেরটিতে হামলা ও লুটপাটসহ ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় বাবুলের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য জুলকার শেখ, ইউসুফ আলী খান ও তরিকুল শেখের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী ওই ঘেরের বেড়িবাঁধ কেটে দেয়। এতে ঘেরমালিক হেমায়েত বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা হানিফ শেখ, হেকমত শেখসহ পাঁচজনকে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়। দুর্বৃত্তদের তাণ্ডবের একপর্যায়ে হাতুড়ির আঘাতে হেমায়েতের একটি দাঁত পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হেমায়েত, হানিফ শেখ ও হেকমত শেখকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় হেমায়েতের বড় ভাই হেদায়েত শেখ পেড়িখালী ইউনিয়নের চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবুলসহ ১০ জনের নামে মংলায় থানায় মামলা দায়েরের জন্য অভিযোগ করেছেন।
ঘটনার পর থেকে মংলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন।
অপরদিকে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আকরাম অভিযোগ পাওয়ার কথা জানিয়ে এনটিভিকে বলেন, ‘তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’