পরিবেশদূষণের দায়ে গাজীপুরের দুটি ওয়াশিং কারখানাকে জরিমানা

পরিবেশদূষণের দায়ে গাজীপুরের দুটি ওয়াশিং প্ল্যান্ট কারখানাকে ১৫ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।
পরিবেশগত ছাড়পত্র এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া কারখানা পরিচালনা করে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে আজ মঙ্গলবার এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান পরিবেশদূষণের দায়ে গাজীপুরের দুটি কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন। এ সময় তিনি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং ইটিপি নির্মাণ ছাড়া কারখানা পরিচালনা করে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে গাজীপুর শহরের টঙ্গীর মরকুন এলাকার সামিট ওয়াশিং ইন্ডাস্ট্রিজকে ১২ লাখ টাকা এবং একই এলাকার নিউ প্রিমিয়ার ওয়াশিং লিমিটেডকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেন।