নৌবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে চট্টগ্রাম গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি।
পতেঙ্গায় নেভাল একাডেমিতে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কুচকাওয়াজে অংশ নেওয়ার পর দুপুর দেড়টায় আরো একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
এ ছাড়া কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চিটাগং ড্রাইডকটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।