সংরক্ষিত আসনের পাশাপাশি মেয়র পদেও লড়ছেন নারীরা

‘বিল-চলন, গ্রাম-কলম; কাঁচাগোল্লার খ্যাতি, অর্ধবঙ্গেশ্বরী রানি ভবানীর স্মৃতি, রাজরাজ্যের ধাম, কাব্য ইতিহাসে আছে নাটোরের নাম।’
ইতিহাস-ঐতিহ্য আর কলকারখানার এই জেলায় বেশ জোরেশোরেই বইছে ভোটের হাওয়া। প্রার্থীদের প্রচারে মুখর এ পৌরসভা।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদের পাশাপাশি নাটোর জেলার দুটি পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থী। নারীর ক্ষমতায়নের জন্য যা ইতিবাচক বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। এ ছাড়া নির্বাচনের মাঠে আছেন বিদ্রোহী প্রার্থীরাও।
নাটোরের ছয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন, কাউন্সিলর পদে ২৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১ জন।
নির্বাচন সামনে রেখে পৌর এলাকাগুলোর সমস্যা সমাধান পাওয়ার আশায় ভোটাররা। প্রত্যাশা শান্তিপূর্ণ ভোট।
বিস্তারিত দেখুন এস এম আতিকের ভিডিও প্রতিবেদনে। ছবি তুলেছেন জামাল হোসেন। সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি হালিম খান :