দলের প্রার্থীর পক্ষে প্রচারে বিএনপির কেন্দ্রীয় নেতারা

যশোরে দলের মনোনীত মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলামের পক্ষে প্রচার চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী। ছবি : এনটিভি
যশোর পৌরসভা নির্বাচনে দলের মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন বিএনপির এক কেন্দ্রীয় নেতা।
আজ বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মশিউর রহমান মেয়র পদপ্রার্থী মারুফুল ইসলামের পক্ষে প্রচার চালাচ্ছেন। তাঁকে সঙ্গে নিয়ে শহরের এইচএমএম রোড, বড় বাজার এলাকা, চিত্রা মোড়, মাইকপট্টিসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তাঁরা।
দলীয় সূত্র জানায়,আজ সারা দিনই শহরের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতারা ধানের শীষের পক্ষে প্রচার চালাবেন।