দক্ষিণাঞ্চল হবে অর্থনৈতিক রাজধানী : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে অর্থনৈতিক রাজধানী। আজ বৃহস্পতিবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, জাতীয় উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ভূমিকা রাখছে। সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন দশতলা ভবন নির্মাণ হচ্ছে। ডিপার্টমেন্ট বাড়ানো হচ্ছে। অচিরেই দেশে প্রতি বছরে এক লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আলমগীর খান আলোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার মাইনুর রহমান, মো. নজরুল ইসলাম নিলু। বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো. ফরিদ উদ্দিন, এফ এম সাখাওয়াত হোসাইন।
১৯৬২ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে গুরুজন সংবর্ধনা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।