মেহেরপুরে বাল্যবিবাহ, কনের মা ও বরকে সাজা

মেহেরপুর শহরের শেখপাড়ায় বাল্যবিবাহ দেওয়ার দায়ে কনের মা ও বরকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার শাহিনুজ্জামান কনের মা সুফিয়া বেগমকে (৪৪) সাতদিনের এবং বর আবদুস সালামকে (২২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ সময় বাল্যবিবাহ রেজিস্ট্রি করার অপরাধে কাজির রেজিস্ট্রার বই জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান জানান, শহরের শেখপাড়ার এক স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে পাশের খাঁপাড়ার শফিকুল ইসলামের ছেলে আবদুস সালামের সঙ্গে এক মাস আগে গোপনে বিয়ে দেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে ছিল আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের মা ও বরকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯’-এর ৬ ধারায় কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পরে বাল্যবিবাহ রেজিস্ট্রি করার অপরাধে শহরের কাথুলি মোড়ে কাজি অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে কাজি মসলেম আলী পালিয়ে যান। পরে কাজি অফিস থেকে ভ্রাম্যমাণ আদালত ৫০টি বিবাহ রেজিস্ট্রি জব্দ করে নিয়ে আসেন।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন সদর থানার সহকারী উপপরির্দশক (এএসআই) জিয়া ও মুস্তাফিজ।