শ্রীপুরে প্রচারকালে জামায়াত নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মোবারক হোসেন শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার সকালে নিজ ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারের সময় শ্যামলকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান জানান, জামায়াত নেতা শ্যামলের বিরুদ্ধে নাশকতাসহ আট-দশটি মামলা রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।