যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় আবার হামলা

যশোর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কামরুজ্জামান চুন্নুর নির্বাচনী প্রচারে হামলা চালিয়েছে দল মনোনীত প্রার্থীর লোকজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের রেলগেটে শাহরিয়ার হোটেলের পাশে এ ঘটনা ঘটে। হামলায় মেয়র পদপ্রার্থীর ভাই রবি সিদ্দিকীসহ তিনজন আহত হয়েছেন।
এস এম কামরুজ্জামান চুন্নু বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন রড ও হকিস্টিক নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর ভাইসহ তিনজন আহত হয়েছে। এর মধ্যে কর্মী মতিন ও শফিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস এম কামরুজ্জামান চুন্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশকে খবর দেওয়া হলেও তারা ২০ মিনিট পর সেখানে পৌঁছায়। তিনি জানান, এ নিয়ে চার-পাঁচবার তাঁর নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটল। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে লিখিতভাবে বারবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, হামলার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।