পেট্রলবোমা কেড়ে নিল সুভাষকে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/03/08/photo-1425805025.jpg)
চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ সুভাষ সোম আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : নিউজ রুম ফটো
টানা ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ সুভাষ সোম (৫৬)। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
সীতাকুণ্ড উপজেলার ভারতকুণ্ড এলাকার বীজেন্দ্র সোমের ছেলে সুভাষ বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারে কাজ করতেন। গত ১৯ ফেব্রুয়ারি নগরীর টাইগারপাস এলাকায় দুর্বৃত্তরা একটি হিউম্যান হলারে আগুন দিলে তিনজন দগ্ধসহ সাতজন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সুভাষের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।