রংপুরে সাংবাদিক মশিউরের খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ

রংপুরে স্থানীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার, সিটি প্রেসক্লাবের সদস্য মশিউর রহমান ওরফে উৎস রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় আন্দোলন শুরু করেছেন রংপুরে কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার সকালে সাংবাদিকরা রংপুর শহরে সমাবেশ, মানববন্ধন ও মৌন মিছিল করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করার সময় বেঁধে দিয়েছেন তাঁরা।
সাংবাদিকরা আজ সকাল ১০টায় নগরীর জিএল রায় রোডে সিটি প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় সিটি প্রেসক্লাবের সভাপতি শরিফুজ্জামান বুলু, সহসভাপতি এ কে এম মঈনুল হক, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন, নারী নেত্রী ফেরদৌসী বেগম মালা, একুশে টিভির লিয়াকত আলী বাদল, বৈশাখী টিভির আফতাব হোসেন বক্তব্য দেন।
এরপর সিটি প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল নগরীর স্টেশন রোডে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সাংবাদিকদের সম্মিলিত সমাবেশে যোগ দেয়। এ সমাবেশ বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক আলী আশরাফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি নুরুজ্জামান প্রধান, বাসসের মামুন ইসলামসহ সাংবাদিক নেতারা।
সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উৎস রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেওয়া হয়।
গত বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর নগরীর দমদমা এলাকা থেকে উৎস রহমানের লাশ উদ্ধার করা হয়। উৎস রহমানকে দড়ি দিয়ে গাছে বেঁধে, মুখে কাপড় গুঁজে মাথায় কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হলেও এখনো এ হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।