ভারতে পাচারের সময় ১৯ নারীসহ ২৭ জন আটক

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১৯ নারীসহ ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে যশোরের বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, পুটখালী সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী-শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে—এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৯ নারী, চার শিশু ও চার পুরুষকে আটক করে। বিজিবি সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে যায়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটকদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক সুজিত কুমার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে।
যশোর সড়কের আমড়াখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে আজ শনিবার সকালে ভারতীয় দুই টন চা পাতার একটি চালান জব্দ করেছে বিজিবি। ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় চা পাতার চালান ঢাকায় যাচ্ছে—এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকবোঝাই দুই টন চা পাতার চালান আটক করেন। জব্দকৃত চা পাতার মূল্য ১২ লাখ টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।