আটজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/27/photo-1451207758.jpg)
মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার আবদুল আজিজ মিয়াসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আজিজ মিয়া ছাড়া অন্য আসামিরা হলেন—গাইবান্ধার মো. রুহুল আমিন, মো. আবদুল লতিফ, আবু মুসলিম মো. আলী, মো. নাজমুল হুদা, মো. আবদুর রহিম মিয়া এবং হবিগঞ্জের মো. লিয়াকত আলী ও আমিনুল ইসলাম।
তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান খান বলেন, গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে গণহত্যা, আটক, নির্যাতনসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। আর অপর দুই আসামি লিয়াকত আলী ও আমিনুল ইসলামের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে ও অভিযুক্ত মিলিয়ে এ মুহূর্তে ৬৯ আসামি পলাতক রয়েছে।
পলাতকদের ধরতে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আসামিদের সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার বিধান সংযোজনের প্রতি জোর দেন তদন্ত কর্মকর্তারা।
এ ছাড়া পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে তদন্ত সংস্থার প্রধান বলেন, ১৯৫ জনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হচ্ছে।