কর্মশালায় গণপূর্তমন্ত্রী
দুই বছরে সব সরকারি ভবনে সোলার প্যানেল

বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মশালায় অতিথিরা। ছবি : নিউজ রুম ফটো
আগামী দুই বছরের মধ্যে সব সরকারি ভবনের ওপর সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত ছাদে সৌরশক্তির সম্ভাবনাবিষয়ক কর্মশালায় তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ধীরে ধীরে সব ধরনের আবাসিক ভবনের ওপর সোলার প্যানেল বসানোর পরিকল্পনাও সরকারের রয়েছে। আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে আর্থিক সহায়তা কীভাবে দেওয়া যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, গৃহায়ণ সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, জ্বালানি সচিব মনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।