ছেলে হত্যার বিচার দাবি অরবিন্দুর মা-বাবার

শেরপুরের ঝিনাইগাতীতে শফিউদ্দিন আহম্মদ কলেজের ছাত্র অরবিন্দু চন্দ্র বর্মণের হত্যার বিচার চেয়েছেন তাঁর বাবা ও মা। গতকাল শনিবার দুপুরে ঝিনাইগাতী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তাঁরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে অরবিন্দুর বাবা রত্মেশ্বর চন্দ্র বর্মণ জানান, অরবিন্দু লেখাপড়ার পাশাপাশি স্থানীয় ব্রাইট মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করত। ওই স্কুলের এক নারী শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৫ অক্টোবর অরবিন্দুকে ওই শিক্ষিকার বাবা ডেকে নিয়ে মারধর করেন। তাঁরপর থেকে সে নিখোঁজ ছিল। এরপর গত ১৭ অক্টোবর গজনী অবকাশ কেন্দ্রে অরবিন্দুকে বিষপানরত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রত্মেশ্বর চন্দ্র তাঁর ছেলে হত্যার বিচারের দাবি করেন। তিনি অভিযোগ করেন,ওই শিক্ষিকা ও তাঁর মা-বাবাসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলা নিলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। এ ছাড়া আসামি পক্ষ থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।
ওই শিক্ষিকার পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা। তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাদের ফাঁসানোর জন্যই এই মামলা করা হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’