যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির চার নেতাকর্মী আটক

যশোরের চৌগাছায় বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। গতকাল রোববার দিবাগত রাতে এ চার নেতাকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের ছোট ভাই উপজেলার কয়াপাড়া গ্রামের মিজানুর রহমান, বাকপাড়া মহল্লার বাসিন্দা কুতুব উদ্দিন, পাঁচনামনা গ্রামের রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, গতকাল গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও ডিবি অভিযান চালায়। এ সময় উপজেলা বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে অভেযোগ পাওয়া গেছে। তাই তাঁদের আটক করা হয়েছে।
আটক চারজনকে যশোর সদর থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওসি।
এদিকে আটক ব্যক্তিদের পরিবারের অভিযোগ, ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী কাজ করার কারণেই তাঁদের আটক করা হয়েছে। আটক বিএনপি কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।