মোটরসাইকেল-নছিমন সংঘর্ষ, সাংবাদিক নিহত

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে আরিফুর রহমান (৪০) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বেনাপোল-যশোর সড়কের পুরাতন নাভারণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরিফুর রহমান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বজ্রশক্তি পত্রিকার যশোর ব্যুরোপ্রধানের দায়িত্বে ছিলেন। তিনি বেনাপোলের বেড়ি নারায়ণপুর গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, আরিফুর যশোর থেকে মোটরসাইকেলে করে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় পুরাতন নাভারণ বাজারে গেলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে আরিফুরকে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
তবে এ ঘটনায় নছিমন বা নছিমন চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।