বিশ্ব ইজতেমায় বিআরটিসির স্পেশাল সার্ভিস

আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে এবারও বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দুই ধাপে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। তবে বিআরটিসির বাস সার্ভিস চালু হবে ইজতেমা শুরুর দুইদিন আগে থেকেই, চলবে ইজতেমা শেষ হওয়ার দুইদিন পর পর্যন্ত।
আজ সোমবার তথ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১৪ দিন (৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি) বিআরটিসির বাসগুলো ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দর (এয়ারপোর্ট) থেকে ইজতেমাস্থলে তিনটি (বিদেশি মুসল্লিদের জন্য রিজার্ভ থাকবে), আব্দুল্লাহপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২৯টি, শিববাড়ি-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৩টি, টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৭টি, গাজীপুর (চৌরাস্তা)-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ছয়টি, গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থল পাঁচটি, গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থল ৩৫টি, গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২৫টি, মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থল ২০টি, ঢাকা-নারায়ণগঞ্জ ২০টি, চিটাগাং রোড-সাভার ২০টি, ঢাকা-নরসিংদী ২০টি, ঢাকা-কুমিল্লা ১৫টি মোট ২২৮টি বাস চলাচল করবে।
বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য করপোরেশনের প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি কন্ট্রোল রুম থাকবে। এর ফোন নম্বর ৯৫৬৪৩৬১, সার্বিক দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা এ টিএম আব্দুল লতিফ (মোবাইল-০১৭১১৪২৭৮৮৫)।
তা ছাড়া জোয়ারসাহারা বাস ডিপোতে একটি কন্ট্রোলরুম চালু থাকবে। কন্ট্রোলরুমের দায়িত্বে নিয়োজিত থাকবেন জোয়ারসাহারা বাস ডিপোর ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী নাসিরুল হক (ফোন নম্বর ৮৯০০৬৫৫, মোবাইল নম্বর ০১৭১১৩০২১২৪) এবং সহকারী পরিযান কর্মকর্তা মো. শাহাদাত তালুকদার (মোবাইল নম্বর ০১৭১১০২৬৩৫৬)।