ভোটের দিন সকালে উপকরণ পাঠানোর দাবি বিএনপি প্রার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মীর মহিউদ্দিন ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের উপকরণ পাঠানোর দাবি জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মীর মহিউদ্দিন এ দাবি জানান। এ সময় তিনি বলেন, ‘ভোটের আগের দিন কেন্দ্রে ব্যালট পেপার গেলে নৌকা প্রতীকের লোকজন কেন্দ্র দখল করে রাতের আঁধারে জাল ভোট দিয়ে বাক্স ভর্তি করে ফেলবেন। তাই, ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালটসহ ভোটের উপকরণ পাঠানোর দাবি জানাচ্ছি।’
আলমডাঙ্গায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান কাদির গণু ও তাঁর কর্মী-সমর্থকরা ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মিথ্যা মামলা জড়াচ্ছে বলেও অভিযোগ করেন মীর মহিউদ্দিন। তিনি বলেন, ‘গতকাল রোববার পৌর এলাকার দুজন কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারপরও এ ঘটনায় আমার সহোদর ভাই, ভাগ্নে-ভাতিজাসহ নিকট আত্মীয়ের নামে মামলা দিয়ে পুলিশ হয়রানি করছে।’
মীর মহিউদ্দিন অভিযোগ করেন, ‘ধানের শীষ প্রতীকের এক সমর্থকের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদজ্জামান বুলা, মজিবুল হক মালিক, সদস্য এম জেনারেল ইসলাম, সরদার আলী হোসেন, আবু জাফর মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।