প্রহসনের নির্বাচন হলে পরিণতি হবে ভয়াবহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/29/photo-1451383883.jpg)
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ‘কারচুপি ও প্রহসন’ হলে পরিণতি হবে ভয়াবহ। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি চলাকালে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার দুই বছর পূর্তিতে প্রতিবাদ ও কালোব্যাজ ধারণ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার মাহবুব হোসেন।
অনুষ্ঠানে খন্দকার মাহবুব বলেন, আইনজীবীরা গণতন্ত্র রক্ষায় আজ সুপ্রিম কোর্ট অঙ্গনে শপথ নিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া তাঁরা ঘরে ফিরবেন না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘আজকে আমরা এখান থেকে সরকারকে সতর্ক করে দিচ্ছি, আগামীকাল বুধবার পৌর নির্বাচন যদি প্রহসনের নির্বাচনে পরিণত হয়, তাহলে সরকারের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। নির্বাচনে কোনো ভোট কারচুপির আশ্রয় নেবেন না। তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’
জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইনজীবীরা গণতন্ত্র পুনরুদ্ধারে মিছিল ও প্রতিবাদ শুরু করেন। এ সময় প্রশাসন গরম জলকামান নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সুযোগে আদালত অঙ্গনে আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসীরা সুপ্রিম কোর্টের প্রধান গেট খুলে আইনজীবীদের ওপর হামলা শুরু করে। সুপ্রিম কোর্টের ইতিহাসে এটি ছিল নজিরবিহীন ঘটনা। বহিরাগত সন্ত্রাসীদের হামলায় অনেক আইনজীবী ক্ষতবিক্ষত হয়েছিলেন।
খন্দকার মাহবুব বলেন, ‘‘সেদিন ‘মার্চ ফর ডেমোক্রেসি’র অনুষ্ঠান চলার সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বাইরে গিয়ে মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বাইরে যেতে দেওয়া হয়নি।’’
‘পুলিশ মেইন গেট বন্ধ করে দেয়। আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আমাদের নারী ও পুরুষ আইনজীবীরা ক্ষতবিক্ষত হয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি; বরং সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে আদালত অঙ্গনকে কলঙ্কিত করেছে। তাই এসব সন্ত্রাসীর হাত থেকে দেশ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া আইনজীবীরা ঘরে ফিরে যাবেন না’, যোগ করেন খন্দকার মাহবুব।
দেশের মানুষ গণতন্ত্র চায়
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, ভোট দিতে চায়, আওয়ামী এই স্বৈরশাসকের বিলুপ্তি চায়। আইনজীবীরা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। প্রয়োজনে জেল-নির্যাতনের জন্য প্রস্তুত থাকবেন।
খোকন আরো বলেন, দেশে অদ্ভুত এক শাসনব্যবস্থা চলছে। এখানে ১৫৪ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পৃথিবীর ইতিহাসে এ ধরনের সংসদ আর কোথাও নেই। ২০১৩ সালে গণতন্ত্র রক্ষায় আইনজীবীরা সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করছিলেন। কিন্তু বহিরাগত সন্ত্রাসীরা কোর্ট অঙ্গনকে কলঙ্কিত করে আইনজীবীদের ওপর হামলা করেন। আজ পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তাই আইনজীবীরা আজ সুপ্রিম কোর্ট অঙ্গনে শপথ গ্রহণ করছেন।
ওই কথা বলে মাহবুবউদ্দিন খোকন অর্ধশতাধিক আইনজীবীকে শপথবাক্য পাঠ করান। হাত মুষ্টিবদ্ধ করে তিনি বলেন, ‘শপথ করে বলছি, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ঘরে আন্দোলন চালিয়ে যাব।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, অ্যাডভোকেট রফিকুল তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৩ সালে দুর্বৃত্তদের হামলায় আহত আইনজীবী অ্যাডভোকেট সিমকি খান।