নাট্যকার পলাশ মাহবুবকে হত্যার হুমকি

সাহিত্যিক, নাট্যকার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির প্রোগ্রাম ম্যানেজার পলাশ মাহবুবকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে ফেসবুকের ইনবক্সে এক বার্তায় এই হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর থেকে পলাশ মাহবুব নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, “মো. আলী এনওয়াই নামে একটি অ্যাকাউন্ট থেকে আমাকে এই হুমকি দেওয়া হয়েছে। আমার ফেসবুকের ওয়ালে একটি ছবির নিচে কমেন্টস করতে এসে ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়।’
‘প্রথমে আমি হুমকিদাতার ফেসবুক আইডিতে এনওয়াই দেখে ভেবেছিলাম তিনি হয়তো নিউইয়র্কে থাকেন। পরে আমার মনে হয়েছে, এই নাম তো যে কেউ ব্যবহার করতে পারে। তবে আমি হুমকির কারণ বুঝতে পারছি না। কারণ আমি রাজনীতি করি না বা কোনো দলের পক্ষে কোনো কথা বলি না। অবশ্য মন্দ কাজের সমালোচনা করি।”
পলাশ মাহবুব আরো জানান, বিষয়টি তিনি রাজধানীর বনানী থানাকে অবহিত করেছেন। খুব শিগগির এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করবেন।
ফেসবুকের ওই বার্তায় বলা হয়, ‘মিথ্যা সংবাদ প্রচার করে তোরা দেশের গণতন্ত্র নষ্ট করতেছিস। তাই তোদের জন্য সতর্কবাণী দিয়ে দিলাম। যদি সঠিক ও সত্য সংবাদ লিখতে পারিস তাহলে লিখবি। না হলে চিরতরে লেখা বন্ধ করে দিব তোদের। অভিজিৎ-এর মতো অকালে প্রাণ ঝরাতে হবে তোদের। তাই নিরপেক্ষ সংবাদ লিখবি।’