জয়পুরহাটে পিস্তল-গুলিসহ দুই যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ার ভীমপুর ইটভাটা এলাকা থেকে আজ রোববার বিদেশি পিস্তল, গুলিসহ দুই যুবককে আটক করে র্যাব। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদেশি পিস্তল, গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ রোববার উপজেলার আটাপাড়ার ভীমপুর ইটভাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এঁরা হলেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু (২০) ও রক্সি (১৯)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে আটাপাড়ার ভীমপুর গ্রামের জনৈক লিটনের ইটভাটার সামনে থেকে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি ‘সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম’ পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটককৃতদের জয়পুরহাট র্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় তাদের হস্তান্তর করা হবে বলে জানান মেজর আবদুর রহিম।