কুমিল্লার এক কেন্দ্রে ভোট স্থগিত
কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে শিলমুড়ি ইউনিয়নের লতিফপুর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা লুৎফুন্নাহার নাজিম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি ভোট বাতিল করেন।
কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার হারুনুর রশিদ জানান, রাত ৪টার দিকে একদল সশস্ত্র বহিরাগত কেন্দ্রে গিয়ে এক হাজার ২০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং নৌকা প্রতীকের ব্যালটে সিল মারা শুরু করে। ওই সময় বহিরাগতরা প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের মারধর করেছে।