তিনটার মধ্যেই ভোট গণনা শেষ!

যশোর পৌরসভার এম এম কলেজের কলাভবন কেন্দ্রে অস্বাভাবিক ভোট প্রদান এবং ভোট গ্রহণের নির্দিষ্ট সময়ের আগেই ভোট গণনা শেষ করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই ওই কেন্দ্রের ভোটগ্রহণ শেষ করা হয়। ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা থাকলেও বিকেল ৩টার মধ্যেই গণনাও সম্পন্ন করে ফেলা হয়।
পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই কেন্দ্রের ব্যালট বাক্সগুলো জব্দ করা হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দুই হাজার ৭১৯।
জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল হাসান এনটিভি অনলাইনকে জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি ব্যালট বাক্সগুলো জব্দ করেছেন। এগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশনই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।