শার্শায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল-যশোর মহাসড়কে মিম ফিলিং স্টেশনের সামনে থেকে আজ শুক্রবার সকালে একটি পিস্তলসহ ইয়াসিন আলী (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াসিনের বাড়ি শার্শার ইসলামপুর গ্রামে।
পুলিশ জানায়, বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা মিম ফিলিং স্টেশনের সামনে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে-এ ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ইয়াসিন আলী ওই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা রয়েছে থানায়। আজকের অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে।