চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৩ দিনব্যাপী ইজতেমা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর আমবাগানে আজ শনিবার তাবলিগ জামাতের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি : ফোকাস বাংলা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর আমবাগানে আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনব্যাপী ইজতেমা।
গত বৃহস্পতিবার বিকেলে হরিপুরের মার্কাজ মসজিদসংলগ্ন আমবাগানে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। তিনদিন ধরে অনুষ্ঠিত ইজতেমায় তাবলিগ জামাতের ওলামায়ে কেরামগণ বয়ান করেন।
ইজতেমায় চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলার হাজার হাজার মুসল্লি অংশ নেয়। আজ বেলা ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রবিউল হক।
চাঁপাইনবাবগঞ্জে এই প্রথমবারের মতো আয়োজন করা হয় এই ইজতেমার।