সেনাসদস্য পরিচয়ে প্রভাব বিস্তার, যুবক আটক

সেনাসদস্য পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগে যশোরের শার্শা উপজেলা থেকে শামীম হোসেন (২০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে শার্শার শালতা বাজার থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, শামীমের বাড়ি শালতা গ্রামেই।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকায় এক সেনা কর্মকর্তার বাসায় কাজ করতেন শামীম। সপ্তাহখানেক আগে কাজ ছেড়ে চলে আসার সময় ওই কর্মকর্তার পোশাক চুরি করেন তিনি।
গতকাল রাতে সেনাবাহিনীর পোশাক পরে শামীম শালতা বাজারে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করে পুলিশ।
এ ঘটনায় শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।