নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের আগুনে ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার পোস্ট অফিস রোডের রাসেল ডাইংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রাসেল ডাইংয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মফিজ এনটিভি অনলাইনকে জানান, পাইপলাইন লিকেজ হয়ে একটি কক্ষে গ্যাস জমে ছিল। রাতে চুলার কাছে গিয়ে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই কক্ষে আগুন ধরে যায়। তারপর আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
এদের মধ্যে গুরুতর অবস্থায় নান্নু, রাসেল, শাহজালাল ও সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।