চুয়াডাঙ্গায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
urgentPhoto
নিহতের নাম মালেকা বেগম (৫৮)। তিনি গঙ্গাদাসপুর গ্রামের শাহাবুদ্দীনের স্ত্রী।
শাহাবুদ্দীনও (৭৫) গতকাল সোমবার রাতে একই ঘটনায় নিহত হন। এ ছাড়া এদিন মোহাম্মদ আলী (৫০) নামের আরেকজনের মৃত্যু হয়। শাহাবুদ্দীন ও মোহাম্মদ আলী আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। মালেকাকে নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহাবুদ্দীনের ছেলে রিপন হোসেনের বরাত দিয়ে পুলিশ গতকাল রাতে জানায়, সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাবা গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মসজিদের পাশে নিজের মুদি দোকানে বসেছিলেন। দোকানের সামনের বেঞ্চে বসে তাঁর মা ও কয়েকজন গ্রামবাসী গল্প করছিলেন। এ সময় ৩০-৩৫ দুর্বৃত্ত দোকান লক্ষ্য করে পরপর সাতটি বোমা হামলা চালায়। এর পর ধারালো হাঁসুয়া ও ফলা দিয়ে চারজনকে কুপিয়ে জখম করে চলে যায়।
হামলায় ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এ ছাড়া বোমায় শাহাবুদ্দীনের ডান পা ও মোমিনের বাঁ হাত উড়ে যায়। মালেকা বেগমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের জখম হয়। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সোয়া ১০টায় গুরুতর আহত মো. শাহাবুদ্দীন মারা যান। এরপর আজ সকালে তাঁর স্ত্রীও মারা যান।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রাতে অভিযান চালিয়ে রেজাউল হক নামে একজনকে আটক করা হয়েছে।